কয়লার চাঁই ভেঙে খনিগর্ভে মৃত ওভারম্যান।
আসানসোল। সোমবার সকালে ইসিএলের সোদপুর এরিয়ার ধেমোমেন কোলিয়ারীর খনিগর্ভে কয়লার চাঁই পড়ে মারা গেলেন কোলিয়ারীর ওভারম্যান ৫৩ বছরের সঞ্জয় মাজি। কোলিয়ারীর কংগ্রেস পরিচালিত শ্রমিক সংঘটন আই এন টি ইউ সির সহ সভাপতির পদে ছিলেন সঞ্জয় মাজি এবং কিছুদিন
আগে এক এজেন্টকে ঘুষ নেবার সময় সংবাদের শিরোনামে এসেছিলেন। হীরাপুর থানার বিসিকলেজ এলাকার বাসিন্দা শ্রমিক দরদি নেতা হিসাবে পরিচিত ছিলেন। সোমবার সকালে কোলিয়ারীর ম্যানেজার, এজেন্টদের সাথে খনি গর্ভে কাজে যাবার সময় হঠাৎ একটা কয়লার চাঁই ভেঙে পড়ে ম্যানেজার এবং এজেন্ট
সামান্য আঘাত পেলেও এর আঘাত গুরুতর হওয়াতে অন্যান্য খনি কর্মীদের সহযোগিতায় তাকে খনি থেকে উপরে এনে স্থানীয় কোলিয়ারীর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার পর ইসিএলের কাল্লা হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যান। সঞ্জয় মাজির মৃতুতে শ্রমিক মহলে শোকের ছায়া নেমে আসে। ইসিএল কতৃর্পক্ষ সোমবার বিকালের মধ্যে সমস্ত ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেন।