দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়
সালানপুর । পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে সরকার দ্বিতীয় পর্যায়ের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত মহাবীর কলোনি প্রাইমারি স্কুলে প্রথম দিনের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে অন্যতম ভিড় দেখা গেল লক্ষীর ভান্ডার প্রকল্প ক্যাম্পে, এই দিন এই ক্যাম্পে কয়েক হাজার মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেন।সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য ভিড়,এদিন বারাবনির বিধায়ক তথা নবনির্বাচিত পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি বিধান উপাধ্যায় এই ক্যাম্পে পরিদর্শন করতে আসেন। ক্যাম্প পরিদর্শনের পর বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে গোটা বারাবনি বিধান সভার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রকল্পের লাভ নিচ্ছেন, আজ বারাবনি ব্লকের বারাবনি পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তিন হাজার ফর্ম বিলি করা হয়েছে। নবনির্বাচিত জেলা সভাপতি হিসাবে বিধায়ক বিধান উপাধ্যায় সমস্ত মানুষকে তার উপরে ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।
এদিন বিধায়কের সঙ্গে পরিদর্শনে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার,সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অন্যান্য আধিকারিকরা।