শিক্ষার অধিকার নিয়ে পথে পিডিএসএফ
আসানসোল। কোভিড পরিস্থিতিতে প্রায় দুবছর স্কুল কলেজ বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসার পর রাজ্যে আংশিক লকডাউনে বিভিন্ন শপিং মল, ক্লাব, বাজার, সুইমিং পুল, ছোটবড়ো দোকান শর্তসাপেক্ষে খোলার অনুমতি দিয়েছেন। বামফ্রন্টের ছাত্র সংগঠন পিডিএসএফের দাবি রাজ্য সরকার শপিং মল খোলার অনুমতি দিলেও স্কুল কলেজ এমনকি লাইব্রেরী খোলার অনুমতি দিচ্ছেন না। স্কুল বন্ধ থাকার ফলে শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, লাইব্রেরিতে বিপুলসংখ্যক বই রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পাঠিয়ে করোনা সংক্রমনের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে স্কুল কলেজ খোলা হোক।