রাস্তা মেরামতের দাবিতে চিনাকুড়ীতে স্থানীয়দের রাস্তা অবরোধ
কুলটি । মঙ্গলবার সকালে কুলটি থানার চিনাকুড়ীতে রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আসানসোল পৌরনিগমের ১০০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রঞ্জিতা শর্মা জানান ৩ নং চিনাকুড়ীতে ইসিএল সেন্ট্রাল ডিপো করে দেওয়াতে ইসিএলের বড় ডাম্পার, ট্রাক বোঝাই কয়লা চব্বিশ ঘণ্টা ধরে যাতায়াতের ফলে রাস্তা বিভিন্ন জায়গায় ভেঙ্গে যাওয়াতে প্রায় দিন দূর্ঘটনা ঘটছে। ইসিএল কতৃর্পক্ষের কাছে তাদের দাবি অবিলম্বে রাধানগর সিনেমা হল মোড় থেকে চিনাকুড়ী বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা মেরামত করে দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইসিএলের ডাম্পার ও ট্রাক ওভারলোড কয়লা বোঝাই করে যাবার ফলে রাস্তার বেহাল দশা, প্রত্যেকদিন রাস্তা খারাপ হবার কারণে দূর্ঘটনা ঘটছে। অবিলম্বে ইসিএল কতৃর্পক্ষকে রাস্তা মেরামত করার দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছে। রাস্তা অবরোধের খবর শুনে নিয়ামতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলতে চেষ্টা করেন কিন্তু অবরোধকারীদের দাবি ইসিএল কতৃর্পক্ষ প্রতিশ্রুতি না দিলে তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন।