প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের পাশে দাঁড়ালেন বিধায়ক
পাণ্ডবেশ্বর । গত টানা চার দিন ধরে প্রবল বর্ষণের ফলে পুজোর মুখে মাথায় হাত মৃৎশিল্পীদের। পাণ্ডবেশ্বর বিধানসভার ঝাঁঝরা গ্রাম এলাকায় অনেকগুলি মৃৎশিল্পী রয়েছে। এখান থেকে দুর্গা ঠাকুরের মূর্তি যাই বিভিন্ন জেলায় জেলায়। কিন্তু এই পুজোর মুখে প্রবল বর্ষণে অনেক মূর্তি বৃষ্টির জলে গলে যায়। খবর পেয়েই মৃৎশিল্পীদের সাহায্যের হাত বাড়ি দেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি শিল্পীদের পাশে এসে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং আশ্বাস দেন আগামী দিনে এই শিল্পীদের যথাসম্ভব সাহায্য তিনি করবেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কোন সাহায্যের হাত বাড়ানো নয় এটা আমার কর্তব্য। মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখা মানে কুটির শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। এই এই মৃৎশিল্পীদের হাতে গড়া মায়ের মূর্তি ছড়িয়ে যায় জেলায় জেলায়। মৃৎশিল্পী নয়ন সূত্রধর বলেন, আমাদের বিধায়ক আমাদের গর্ব। তিনি আমাদের মত কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট প্রয়াস করেছেন। আমাদের সাথে সাথে তারও লড়াইকে কুর্নিশ জানাই।