উৎকন্ঠায় দিন কাটাচ্ছে রাণীগঞ্জ শহরে কাবুলিওয়ালারা
রাণীগঞ্জ । পৈত্রিক সূত্রে দীর্ঘ ৩৫ বছর ধরে ভারতের পশ্চিম বাংলার রাণীগঞ্জ শহরে কাবুলিওয়ালার ব্যাবসা করছেন তিনজন আফগানিস্তানের বাসিন্দা। ব্যাবসায়িক সূত্রে রাণীগঞ্জ শহরে হিলবস্তী এলাকায় ভাড়া ঘরে থাকেন। মূলত সূদের ব্যাবসা ছাড়া বছরে দু তিন বার আফগানিস্তানে মাতৃভূমিতে গিয়ে পরিবারের সাথে সময় কাটিয়ে হিং, আখরোট এনে এখানে ব্যাবসা করে আফগানিস্তানের কাবুলিওয়ালারা। হিলবস্তিতে থাকা এক আফগানিস্তানের কাবুলিওয়ালা কাদের খান জানান করোনা সংক্রমনের কারণে দূবছর থেকে দেশে যেতে পারে নি তারা তারমাঝে তালিবানদের আফগানিস্তান দখল নিয়ে সেখানে বাসিন্দাদের উপর নির্মম অত্যাচার নিয়ে দুঃশ্চিতার মধ্যে কাটাচ্ছে তারা। বিগত দশদিন ধরে সব যোগাযোগ ব্যাবস্থা বন্ধ করে দিয়েছে তালিবানরা, বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও গ্রামের বাড়ীতে তাদের পরিবারের সদস্যদের জন্য দুঃশ্চিন্তায় খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করছেন পরিস্থিতি শান্ত করে স্বাভাবিক ছন্দে ফিরে আসুক আফগানিস্তান, সেখানে আত্মীয়দের সুস্থ কামনা।