তৃনমুল যুবকর্মীদের কড়া বার্তা দিলেন সায়নী
আসানসোল। সোমবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে জানান যারা চেক খেলবে তাদের দলকে দরকার নাই তারা সাইড লাইনে বসে খেলা দেখুক। জেলার শীর্ষ স্থানীয় নেতৃত্বের সাথে
যোগাযোগ রেখে কাজ করতে হবে স্বচ্ছতার সাথে, দলকে মজবুত করতে হবে এবং কারোর বিরুদ্ধে অভিযোগ পেলে তৎক্ষনাৎ তাকে জবাবদিহি করতে হবে ও দরকার পড়লে তাদের দল থেকে বসিয়ে দেওয়া হবে। সকালে এক দল আর বিকালে আরেক দলের হয়ে খেলোয়াড়দের তৃণমূল কংগ্রেসের দরকার নাই ঐসব কর্মীদের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ নেবে। সায়নী ঘোষ জানান আগামী দিনের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে বলে আহ্বায়ন করেন এবং লড়াই করার জন্য প্রয়োজনীয় সবরকমের সহায়তা দল করবে
কিন্তু কোন গাফিলতি বরদাস্ত করা হবে না। জেলার আই এন টি টি ইউ সির সভাপতি অভিজিৎ ঘটক জানান যুব কর্মীরা তৃণমূল কংগ্রেসের শক্তি নির্বাচনী প্রচার থেকে শুরু করে জেলার সমস্ত কাজে যুবকর্মীরা অপরিহার্য তাদের একত্রিত করে লড়াই করতে হবে, ইতিপূর্বে যুব কংগ্রেসের নেতৃত্বে রাজ্যে যুব কংগ্রেস কর্মীরা অনেক শক্তিশালী। বর্তমানে সায়নী ঘোষ রাজ্যের সভানেত্রী হয়ে যুব সংঘটনকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলবেন এবং মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করবেন।