চাকরির দাবিতে বিক্ষোভ একতা মঞ্চের
আসানসোল । ২০১৪ সালে প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেট একতা মঞ্চের সদস্যদের পক্ষ থেকে জেলা শাসকের দফতরে চাকরির দাবি এবং বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ দেখাবার পর জেলাশাসকের কাছেস্মারকলিপি তুলে দেন৷ সোমবার আসানসোল রামকৃষ্ণ মিশন মোড় থেকে জেলার একতা মঞ্চের সদস্যরা মিছিল করে জেলা শাসক বিভু গোয়েলের দফতরে হাজির হন ৷ একতা মঞ্চের পক্ষ থেকে সোমা কর দাবি করেন, ২০২০ সালের ১১ ই নভেম্বর নবান্ন থেকে মমতা ব্যানার্জী সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছিলেন টেট পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৫০০ জনের সাথে ৩৫০০জন নট ইনক্লুডেট প্রার্থীদেরও নিযুক্তি দেওয়া হবে ৷ সেই অনুসারে পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ১২ হাজার জনের প্যানেল তৈরি করা হয় ৷ যদিও তাদের মধ্যে প্রায় ১৫০০ জন চাকরি নিতে রাজী হয় নি, এর পরেই পর্ষদের চেয়ারম্যান তার সামাজিক মাধ্যম পেজে ১৬৫০০ জনের নিযুক্তি হয়ে গিয়েছে বলে দাবি করেন ও নতুন করে আর নিযুক্তি হবে না বলেও জানিয়ে দেন ৷ একতা মঞ্চের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন তাদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিতে দুর্গাপুজোর আগেই যেন কর্মে নিযুক্তি দেওয়া হয় ৷ এর আগেও তারা অনেক আন্দোলন করেছেন ৷ কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি ৷ সোমবার তারা নিযুক্তির দাবিতে জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন ৷