দলের বিরোধিতা করা নেতৃত্বদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে — বিধান উপাধ্যায়
আসানসোল । গত বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের কিছু নেতৃত্বের দলবিরোধী কাজের জন্য পশ্চিম বর্ধমান জেলার নটা আসনের মধ্যে তিনটা আসন হাতছাড়া হয়ে গেছে যার মধ্যে উল্লেখযোগ্য আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভা। বুধবার দুপুরে আসানসোল জিটিরোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জানান গত বিধানসভা নির্বাচনে দলবিরোধী কাজ করার জন্য কয়েকজন নেতৃত্বকে চিহ্নিত করে রিপোর্ট রাজ্য নেতৃত্বকে
পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে যাতে আগামী দিনে কোন নেতৃত্ব দলবিরোধী কাজ করতে সাহস পাবে না। বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, জামুড়ীয়ার বিধায়ক হরেরাম সিং, পান্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দূর্গাপুরের বিধায়ক , জেলা শ্রমিক সংঘটনের সভাপতি অভিজিৎ ঘটক, রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য তথা আসানসোল পৌরনিগমের ১০৬ টা
ওয়ার্ডের কনভেনার ভি শিবদাসন দাশু, জেলা সভানেত্রী মিনতি হাজরা সহ বিভিন্ন তৃনমুল কংগ্রেসের নেতা ও নেত্রী উপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্বদের সভাতে আগামী পৌরনিগম নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন সহ একাধিক নির্বাচনে দলীয় নেতৃত্বদের সাথে কথা বলে রুপরেখা তৈরী করতে হবে এবং আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ করে দলকে মজবুত করতে হবে।