Shilpanchal Today

Latest News in Hindi

বিধানসভার উন্নয়নের শীর্ষে পাণ্ডবেশ্বর

পাণ্ডবেশ্বর । বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে খরচের শীর্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের স্ট্যান্ডিং কমিটির মিটিং সম্পূর্ণ হলো আসানসোল সার্কিট হাউসে। তিনদিন ধরে ছিল BEUP মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই চারটি জেলার ভিজিট। আজ মাননীয় জেলাশাসকের উপস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলার সকল বিধায়কদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হলো। এই প্রকল্পের ৫১% শতাংশ কাজ হয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিধানসভায় , দূর্গাপুর পূর্বে ৩৭% শতাংশ প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম ২০% শতাংশ লক্ষণ ঘড়ুই , রানীগঞ্জ ৩০% শতাংশ তাপস বন্দ্যোপাধ্যায় , জামুরিয়া ৪০ % শতাংশ হরে রাম সিং , আসানসোল দক্ষিণ ৩৮% শতাংশ অগ্নিমিত্রা পাল , আসানসোল উত্তর ২৬ %শতাংশ মলয় ঘটক , কুলটি ২৯% শতাংশ অজয় পোদ্দার , বারাবনি ৪৯ % শতাংশ বিধান উপাধ্যায়। ২০২১ সালের পর থেকে পশ্চিম বর্ধমানের সকল বিধানসভার নিরিখে এই কাজের ফলাফল।জেলাশাসক সহ পশ্চিম বর্ধমানের সকল বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ কমিটির সকল সদস্যরা। এ বিষয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সারা পশ্চিমবঙ্গ সহ পশ্চিম বর্ধমান জুড়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনে সাধারণ মানুষের উন্নয়নে কোন খামতি হবে না।    
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.47.27.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.48.17.jpeg
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *