পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর বিধানসভার বহু প্রতীক্ষিত, তিনটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের ডিভিসি পাড়ায় , পাণ্ডবেশ্বর হেলথ সেন্টার থেকে এক কিলোমিটার ডিভিসি পাড়া স্টার ক্লাব পর্যন্ত ৪৫ লক্ষ ১৩ হাজার ৯৫২ টাকা এবং ছোটমুড়ি থেকে DAV স্কুল লিংক পর্যন্ত কুড়ি লক্ষ 37 হাজার। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা বাসস্ট্যান্ড হইতে লাউদোহা শ্মশান ঘাট পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছে ৫৭ লক্ষ টাকার কাজের শুভ উদ্বোধন হলো। মূলত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে এই কাজগুলি সম্পন্ন হবে। বিধায়ক বলেন, ২০২১ বিধানসভা ভোটে যখন প্রার্থী হয়েছিলাম, আমার একটাই মূল মন্ত্র ছিল “উন্নয়নে পান্ডবেশ্বর এগিয়ে পাণ্ডবেশ্বর”। পাণ্ডবেশ্বরের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের প্রয়োজনে উন্নয়ন পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। তাই এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল ,আমি কথা দিয়েছিলাম রাস্তা গুলি সংস্কার করে দেওয়া হবে। তাই কথামতো পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে আজ এই তিনটি কাজেরই উদ্বোধন হল।