পাণ্ডবেশ্বর বিধানসভার গ্রীষ্মকালীন জনসংকট মেটাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও ECL আধিকারিকদের সাথে বৈঠক করলেন বিধায়ক
পাণ্ডবেশ্বর । খনি অঞ্চলে গ্রীষ্মকালীন জলসংকটের চাহিদা মেটাতে, PHE এবং ECL এর বিভিন্ন এরিয়ার আধিকারিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হলো পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ে। মূলত খনি অঞ্চলের, কয়লা খনির সম্প্রসারণ এর ফলে জলস্তর অনেকটাই নেমে যায়, তাই যাতে কোন অঞ্চলে জল সংকট না দেখা দেয় তাই আগাম পরিকল্পনা করে মাঠে নামার বার্তা দিলেন সকল আধিকারিকদের। বৈঠকে উপস্থিত ছিলেন, ইস্টার্ন কোল্ডফিল লিমিটেডের পাণ্ডবেশ্বর এরিয়া, ঝাঁজরা এরিয়া, কেন্দা এরিয়া, সোনপুর বাজারী এরিয়া, বাকোলা এরিয়ার সকল আধিকারিকগণ, পাণ্ডবেশ্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা , পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মদক্ষ কিরীটি মুখার্জি সহ অন্যান্য আধিকারিকগণ। বিধায়ক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্নে আগামী কয়েকদিনের মধ্যেই পাণ্ডবেশ্বর এ সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। তাই মধ্যবর্তী সময়ে খনি অঞ্চলে যাতে কোন জল সমস্যা না হয় তাই আগাম কিছু পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূলত ecl এর খনি সম্প্রসারণ এর ফলে জলস্তর গ্রীষ্মকালে অনেকটাই নেমে যায়। তাই তাদের কিছু স্পেশাল ব্যবস্থা করার কথা বলা হয়েছে।