বিষাক্ত বোলতার কামড়ে মৃত এক শিশু, মৃতুর মূখে তিনজন
মালদা । বিষাক্ত বোলতার কামড়ে মারা গেল তিনবছরের শিশু কন্যা হাসি খাতুন এবং মালদা মেডিক্যাল কলেজে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটির ঠাকুমা ৭০ বছরের সুবেরা বেওয়া, জেঠিমা ৪২ বছরের সাবেরা বিবি এবং মেজো ভাই ৮ বছরের রোজ আলি। বোলতার বিষ কতো সাংঘাতিক হয় তা এলাকার মানুষ টের পেলো যখন একই পরিবারের একজন মারা যাওয়া ও তিনজন মৃতপথযাত্রীর ঘটনা চাক্ষুষ দেখে, এলাকায় নেমেছে শোকের ছায়া। মালদা জেলার চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামের ৩ বছরের শিশু কন্যা হাসি খাতুন তার দাদা রোজ আলির সাথে বাড়ীর পাশে পরিত্যক্ত অর্ধনির্মিত বাড়ীতে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ বলটা তাদের বাড়ীর ছাদের এক কোনে বোলতার চাঁকে লেগে যাওয়াতে বোলতার ঝাঁক এসে দাদা বোনকে ছেঁকে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হুল বসিয়ে দেয়, দুজনের চীৎকার শুনে ঠাকুমা ও জেঠিমা দৌড়ে বাঁচাতে আসলে তাদের শরীরের বিভিন্ন জায়গায় হুল বসিয়ে দেয় সবার চীৎকার শুনে আশেপাশের মানুষরা ছুটে এসে আগুন জ্বালিয়ে কোন রকম ভাবে বোলতা গুলোকে তাড়ায়। চারজনকে সাথে সাথে মালদা মেডিক্যাল কলেজ নিয়ে গেলে হাসি খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বাকী তিনজনকে ভর্তি করা হয় কিছুক্ষণ পর হাসির মেজো ভাই রোজ আলি মারা যায়, ঠাকুমা সুবেরা বেওয়া এবং জেঠিমা সাবেরা বিবির অবস্থা সংকটজনক।