শ্রমিকদের সবরকমের সহযোগিতা করা মূল লক্ষ — অভিজিৎ ঘটক
আসানসোল । রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংঘটন আই এন টি টি ইউ সির দায়িত্ব দেওয়া হলো আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য অভিজিৎ ঘটককে, আগে এই পদের দায়িত্বে ছিলেন দূর্গাপুরের বিশ্বনাথ পাড়িয়াল। সম্প্রতি বিধানসভা নির্বাচনে হেরে যাবার পর তার হাত থেকে শ্রমিক সংঘটনের দায়িত্ব কেড়ে নিয়ে অভিজিৎ ঘটকের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন
মমতা ব্যানার্জী। অভিজিৎ ঘটককে শ্রমিক সংঘটনের দায়িত্বর ঘোষণা শোনার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে অভিজিৎ ঘটকের অনুগামীরা এবং আসানসোল বাস শ্রমিক সংঘটন। সোমবার রাত্রে চেলিডাঙ্গার তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্বর্গীয় দেবাশীষ ঘটকের প্রতিমূর্ত্তিতে মালা দেবার পর সেখানে উপস্থিত অভিজিৎ ঘটকের অনুগামীরা তাকে সবুজ আবির লাগিয়ে, মালা পড়িয়ে মিষ্টি মুখ করায়। মঙ্গলবার সকালে আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে আই এন টি টি ইউ সির নেতা রাজু ওয়ালিয়া পটাকা ফাটিয়ে সবাইকে মিষ্টিমুখ করায়। শ্রমিক সংঘটনের দায়িত্ব পাবার পর অভিজিৎ ঘটক মমতা ব্যানার্জী গুরু দায়িত্ব দেবার জন্য ধন্যবাদ জানাবার পাশাপাশি শ্রমিকদের সুবিধা দেখা, তাদের পাশে দাঁড়ানো তার মূল লক্ষ বলে জানান। তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় তা দেখার পাশাপাশি শ্রমিক সংঘটনকে আরো মজবুত ভাবে গড়ে তুলবেন।