স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন জায়গায় নাকা চেকিং
আসানসোল । ভারতের ৭৫ বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতার ছক বানচাল করার জন্য সারা দেশের সাথে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্ত্তী এলাকায় শণিবার সকাল থেকে শুরু হয়েছে নাকা চেকিং। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় গাড়ী থামিয়ে গাড়ীর কাগজ পরীক্ষার পাশাপাশি গাড়ী পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দেশের বেশ কয়েকটা রেল স্টেশনে নাশকতার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক
উগ্রপন্থীগোষ্ঠী, রিপোর্ট পাবার পর শুক্রবার থেকে আসানসোল স্টেশনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। শণিবার ও তার অন্যথা হয়নি রেলপুলিশ স্নিফার ডগ নিয়ে স্টেশনের বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন।