খনি কর্মীদের বদলির প্রতিবাদে নরসমুদা কোলিয়ারীতে বিক্ষোভ
আসানসোল । গত ৩১ শে জুন সোদপুরের নরসমুদা কোলিয়ারীতে জল ঢুকে যাবার পর খনি কতৃর্পক্ষ কোলিয়ারীর উৎপাদন সাময়িক বন্ধ রেখেছিল কিন্তু জল থাকার মধ্যেও কতৃর্পক্ষ রোজ ৪০ টন কয়লা উৎপাদন করতো। হঠাৎ কোলিয়ারী কতৃর্পক্ষ নরসমুদা কোলিয়ারীর ৪০ জন খনি কর্মীদের অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেন। খনি কর্মীদের অন্যত্র বদলির প্রতিবাদে শণিবার সব খনি মজদুর সংঘটন একত্রে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান। খনি মজদুর সংঘটনের দাবি খনিতে ৪.৫ মিলিয়ন টন কয়লা থাকা সত্ত্বেও কতৃর্পক্ষ নরসমুদা কোলিয়ারী বন্ধ করার চক্রান্ত করছে। বর্ষার সময় কয়লাঞ্চলের বেশীরভাগ খনিতে জল ঢুকে কিন্তু খনি কতৃর্পক্ষ পাম্প লাগিয়ে জল বার করে দিয়ে উৎপাদন ঠীক রাখে কিন্তু নরসমুদা কোলিয়ারীতে কতৃর্পক্ষ জল বার না করে খনি বন্ধ করে দেবার চক্রান্ত করছে। অবিলম্বে খনি কর্মীদের বদলির সিদ্ধান্ত বাতিল করে খনিতে জল বার করে উৎপাদন চালু করতে হবে। অন্যদিকে খনি ম্যানেজার জানান ডিজিএমএস জুন মাসে খনিতে জল ঢোকার পর খনি কর্মীদের নিরাপত্তার কারণে খনি সাময়িক ভাবে বন্ধ করে দেবার নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে কয়েকটি পাম্প বসিয়ে খনির জল বার করা হচ্ছে, খনি কর্মীদের বদলির একটা নোটিশ দেওয়া হয়েছে মাত্র পাকাপাকি কোন নির্দেশ আসে নি। বিভিন্ন বেআইনি কয়লা খাদানের ফলে খনির ভেতর জল ঢুকছে বলে অভিযোগ করেন এবং বেআইনী কয়লা খাদানের খবর পেলে পুলিশ প্রশাসনকে নিয়ে অভিযান চালাবার কিছুদিনের জন্য বন্ধ হলেও পুনরায় চালু হয়ে যায়।