বিরোধী দলনেত্রী রাখী বাঁধলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যানকে
বার্ণপুর । দুই মেরুর দুই জন মুখোমুখী, একজন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পাল এবং অন্যজন আসানসোল পৌরনিগমের তৃণমূল কংগ্রেসের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। নির্বাচনে জেতার পর বিভিন্ন দাবি নিয়ে সংঘাত হতে দেখা গেছে, একে অপরের বিরুদ্ধে কটুক্তি করতে দেখা গেছে। বৃহস্পতিবার এক অনন্য ছবি দেখতে পেল আসানসোল বার্ণপুরে জনগণ, বার্ণপুরের
সম্প্রতি হলে আসানসোল পৌরনিগমের সহায়তায় নিঃশুল্ক ভ্যাকসিন শিবিরে হঠাৎ বিধায়িকা অগ্নিমিত্র মিত্র সামনাসামনি হয়ে কুশল বিনিময়ের পর হঠাৎ ব্যাগ থেকে রাখি বার করে পরিয়ে দিলেন অমরনাথ চ্যাটার্জী। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান রাখির দিন তিনি আসানসোলে না থাকার কারণে বিধানসভার বিভিন্ন জায়গায় রাখী পরানো হয় নি, আজ তিনি আসানসোলের বিভিন্ন এলাকায় রাখি উৎসব পালন করার পর সম্প্রিতী হলের সামনে
দিয়ে যাবার সময়ে ভ্যাকসিন শিবির হচ্ছে দেখে চলে আসেন। ভ্যাকসিন এবং জলের দাবিতে সংঘাত হলেও রাজনীতির বাইরে একটা জীবন আছে এবং সেই কারণে অমরনাথ চ্যাটার্জীকে রাখী পরানো হয় বলে জানান বিধায়িকা। রাখী পরানোর পর দাদা হিসাবে আদেশ দেবেন তা সমাধান করার চেষ্টা করবেন। অন্যদিকে অমরনাথ চ্যাটার্জী জানান অগ্নিমিত্র পাল এবং সায়নী ঘোষ দাবি করেছিল ভ্যাকসিন শিবির করতে, তাদের দাবি রেখে আজ ২৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাখী পরানোর ব্যাপারে তিনি জানান হঠাৎ অগ্নিমিত্র পাল ব্যাগ থেকে রাখি বার করে পরিয়ে দিলেন এটা পূর্ব পরিকল্পিত ছিল না।