বোমাতে উড়ে গেল বিজেপি কর্মীর ঘরের টালির ছাদ
আসানসোল। সোমবার সকালে বারাবনি থানার দাসকেয়ারী গ্রামে প্রচন্ড বোম বিস্ফোরণে উড়ে গেল বিজেপি কর্মী মনিশ পালের বাড়ীর টালির ছাদ। সোমবার সকালে হঠাৎ প্রচন্ড বোম বিস্ফোরণের আওয়াজে আশেপাশের গ্রামের বাসিন্দারা ভীত হয়ে পড়েন। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিশ পাল এবং তার দাদা গণেশ পালকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাড়ীতে বোমা মজুত করার অপরাধে। বারাবনি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ সিং জানান বিধানসভা নির্বাচনের সময় থেকে এলাকায় সন্ত্রাস করার উদ্দেশ্যে বোমা মজুত করতো, পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করে নি। নির্বাচনে জেতার আগেই তারা এলাকাবাসীদের ফল বার হবার পর দেখে নেবার হুশিয়ারী দিত। বিজেপি কর্মী মনিশ পাল জানান বিস্ফোরণের সময় তিনি সাইকেল সারাতে বাইরে ছিলেন তখন আওয়াজ শুনতে পান পরে বাড়ীতে এসে দেখেন তার ঘরেই বিস্ফোরণ ঘটেছে তবে ঘরে বোম জাতীয় কোন দ্রব্য মজুত করার কথা অস্বীকার করেন। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জানান বিজেপিরা বোম, পিস্তল গুলি নিয়ে রাজনীতি করে, ভোটের সময় সন্ত্রাস করার উদ্দেশ্যে বোমা মজুত করেছিল সেগুলোতে বিস্ফোরণ ঘটেছে তবে বোম বিস্ফোরণের কারণে কেউ হতাহত হয় নি।