সেপ্টেম্বরের আগেই পৌরনিগমের সব নাগরিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে
আসানসোল । আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ আসার আগে আসানসোল পৌরনিগমের ১০৬ টা ওয়ার্ডের সব নাগরিকদের করোনা ভ্যাকসিন টীকা সুনিশ্চিত করার লক্ষে পদক্ষেপ নিল আসানসোল পৌরনিগমের প্রশাসন। বুধবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে আসানসোল পৌরনিগমের কমিশনার নিতীন সিংহানীয়া এবং প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান পৌরনিগমের ১৩ টা স্বাস্থ্য কেন্দ্রে এবং ৭
টা ভ্রাম্যমান টীকা কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আগামী সোমবার থেকে ৩৩ টা স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন টীকা দেওয়া হবে। কলকাতার মতো আসানসোল পৌরনিগমের ১০৬ টা ওয়ার্ডে একটা করে টীকা কেন্দ্র করা হবে। কেন্দ্র থেকে ভ্যাকসিন সরবরাহ করলে প্রত্যেকদিন ২০০০০ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ স্থির করা হয়েছে। অন্যদিকে কমিশনার নিতীন সিংহানিয়া জানান মমতা ব্যানার্জীর দুয়ারে সরকার এখনো পর্যন্ত সফলতার সাথে
অশান্তি ছাড়া সম্পূর্ণ হয়েছে। লক্ষী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত ১ লক্ষ, স্বাস্থ্য সাথী প্রকল্পে ২৬ হাজার এবং খাদ্য সাথী প্রকল্পে ৩ হাজার আবেদন পত্র জমা পড়েছে। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান আসানসোল পৌরনিগম বিগত ছয়মাসে বিভিন্ন উন্নয়ন খাতে ৩১ কোটি টাকা খরচ হয়েছে এবং করোনা আবহাওয়ার মধ্যে ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বাড়ীর কর এবং ট্রেড লাইসেন্স থেকে ৮ কোটি ১১ লক্ষ টাকা আদায় করা গেছে। ব্যাবসায়ী সংঘটনের কাছে আবেদন করা হয়েছে তারা ক্যাম্প করে আরো কর আদায় করুক।