Shilpanchal Today

Latest News in Hindi

নিষিদ্ধ পল্লীতে আবার হানা, ১ পুরুষ সহ গ্রেপ্তার ৫ মহিলা


কুলটি । পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে তিনটি নিষিদ্ধ পল্লীতে অবৈধ কার্যকলাপ বন্ধ করতে প্রশাসন উঠেপড়ে লেগেছে। একমাসের মধ্যে বেশ কয়েকবার পুলিশী হানায় রীতিমতো আতঙ্কের মধ্যে কাটাচ্ছে এলাকার যৌনকর্মীরা, করোনা পরিস্থিতিতে এলাকায় খদ্দেরদের অভাব তার উপর পুলিশী হানায় ভীতসন্ত্রস্ত অবস্থায় কাটাচ্ছে এলাকাবাসীরা। লছিপুরের দিশা এবং চবকাতে দেহ ব্যাবসা চললেও সীতারামপুরের বাইজী পাড়াতে সিনেমায় দেখানোর মতো তবলা, সারেঙ্গী তালে নাচেন বাইজীরা তার সাথে চলে খাওয়া দাওয়া। বিভিন্ন রাজ্যের থেকে অনেকে আসেন বাইজী পাড়াতে এমনকি ভিন রাজ্যের কুখ্যাত অপরাধীরাও মাঝেমধ্যে আসতেন। বুধবার সন্ধ্যায় বাইজী পাড়াতে অতর্কিতে হানা দিয়ে পুলিশ ৫ জন বাইজি এবং একজন পুরুষকে গ্রেপ্তার করে। মহিলাদের আসানসোল মহিলা থানাতে পাঠানো হয় এবং পুরুষকে নিয়ামতপুর ফাঁড়িতে রাখা হয়। বিশ্বস্ত সূত্রে খবর সিতারামপুরের বাইজি বিভিন্ন কারণে মুম্বাই গিয়ে মুম্বাই থানাতে কুলটি থানার সীতারামপুরে বিভিন্ন অবৈধ কার্যকলাপ হবার অভিযোগ করার পর হানা দেয় পুলিশ।

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.46.57.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.47.27.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.48.17.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.49.11.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.49.41.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.01.jpeg
This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2021-08-12-at-22.50.18-715x1024.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *