খেলা দিবসের প্রাক্কালে ৫০ টা ক্লাবকে ফুটবল বিতরণ মন্ত্রীর
আসানসোল । ১৬ আগষ্ট পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খেলা দিবস ঘোষণা করেছেন, খেলা দিবসের প্রাক্কালে ১৫ ই আগষ্ট আসানসোল রবীন্দ্র ভবনের সামনে স্বাধীনতা দিবসের দিন জেলার ৫০ টা ক্লাবকে ফুটবল বিতরণ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের আইন ও পি ডব্লিউ ডি দপ্তরের মন্ত্রী মলয় ঘটক জানান গত বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জী খেলা হবে শ্লোগান নিয়ে বিরোধী পক্ষকে হারিয়ে তৃতীয় বারের মতো
মূখ্যমন্ত্রী হয়েছেন। খেলা হবে শ্লোগান এখন উত্তর প্রদেশ এবং ত্রিপুরাতে ছড়িয়ে পড়েছে। মমতা ব্যানার্জী বিগত কয়েক বছর ধরে রাজ্যের সমস্ত ক্লাবকে আর্থিক অনুদান দিয়ে আসছেন, তৃতীয় বারের জন্য মূখ্যমন্ত্রী হবার পর ১৬ আগষ্ট খেলা দিবস ঘোষণা করেন এবং সেইদিন রাজ্যের সমস্ত ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে। তিনি জানান বামফ্রন্ট আমলে খেলাধূলা করতে দেখা যেত না কিন্তু বর্তমানে মমতা ব্যানার্জীর অনুপ্রেরণাতে রাজ্যের
বিভিন্ন জায়গায় খেলতে দেখা যাচ্ছে এলাকার যুবকদের। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়া আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলার অনির্বাণ দাস, গুরুদাস চ্যাটার্জী, ববিতা দাস সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে ৫০ টা ক্লাবকে ফুটবল বিতরণ করা হয় এবং আগামী দিনে জেলার প্রত্যেক ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে। খেলা দিবসে নর্থ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধা মাঠে জেলাতে প্রথম খেলা অনুষ্ঠিত হবে।